[২৬ ফেব্রুয়ারী ২০২২ ইং]
সাম্প্রতিক বিশ্ব-পরিস্থিতি বিবেচনায় সবার সচেতনতার এবং সতর্কতার জন্য এই পোস্ট!
* ইমেইল (ওয়েব ভিত্তিক ইমেইল অ্যাকাউন্ট, যেমন জিমেইল, ইয়াহু, আউটলুক/লাইভ, অথবা আপনার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ডোমেইনের ওয়েবমেইল ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন!
* আপনার অনলাইনের যেকোনো অ্যাকাউন্ট (ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব পোর্টাল, অ্যাপ স্টোর এরকম সব কিছু)-এর পাসওয়ার্ডগুলো কঠিন করে দিন, এবং অন্য কোন অনলাইন মিডিয়ায় (যেমন ইমেইল ম্যাসেজ/ড্রাফ্ট, নোট্স/গুগ্ল কীপ, মেসেঞ্জার ইত্যাদি) সেইভ করে রাখবেন না। তবে ব্রাউজার-ভিত্তিক এন্ক্রিপ্টেড পাসওয়ার্ড সেভার ব্যবহার করতে পারেন।
* যার কাছ থেকেই ইমেইল পান না কেন, সকল অ্যাট্যাচ্মেন্ট খোলার আগে আপডেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে নিবেন।
* নির্দিষ্ট সময় পর পর আপনার পাসওয়ার্ডগুলি পরিবর্তন করবেন।
* প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের লগিন এবং অ্যাক্টিভিটি হিস্টরি প্রায় সময়ই চেক করবেন।
অন্যান্য অনলাইন নিরাপত্তা বিষয়ক যা যা করনীয়, তা জানুন এবং অতিসত্বর প্রয়োগ করে নিজের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করুন!